ডিম পেড়েছে মোরগ, বাস্তবতা নিয়ে নানান প্রশ্ন
এবার মুরগি নয়, ডিম পেড়েছে মোরগ। অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামে। তবে সৃষ্টির প্রথা ভাঙার এ বিষয়টির বাস্তবতা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন।
মোরগের মালিক মো. রুহুল আমিন জানান, বিষয়টি সবার আগে নজরে আসে তার প্রতিবেশী ১০ বছরের শিশু বেলালের চোখে। কয়েকদিন আগে সে পাশের একটি খড়ের গাদার কাছ দিয়ে আসছিল। হঠাৎ দেখতে পায় কোনো মুরগি ডিম দেওয়ার সময় বাসা বেঁধে যেভাবে বসে থাকে, ঠিক সেভাবে বসে আছে তার একটি লাল রংয়ের মোরগ। এর কিছুক্ষণ পরে তাকে দেখে মোরগটি উঠে গেলে সে একটি ডিম দেখতে পায়। পরে সেটি তার হাতে দিয়ে বিস্তারিত জানায়। বাদামি রংয়ের এ ডিমটি ছিল কিছুটা লম্বা ও ছোট আকৃতির।
বিষয়টি জানতে পেয়ে কৌতূহলী মানুষের ভিড় জমে তার বাড়িতে। তবে এর বাস্তবতা নিয়ে সবার চোখে মুখে ছিল সংশয়। মোরগের ডিম পাড়ার বিষয়টিকে অবিশ্বাস্য বলেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি।
নাগেশ্বরী উপজেলা ভেটেনারি সার্জন ডা. আশিকুর রহমান বলেন, এটি কোনোভাবেই সম্ভব নয়। ডিমটি পরীক্ষা-নিরীক্ষা করলে প্রকৃত ঘটনা জানা যাবে।
উল্লেখ্য, এর আগে ২০১২ সালে মোরগের ডিম পাড়ার এরকম অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল চিনের আনহুই প্রদেশের মেঙচেঙ সিটির চুমিয়াও গ্রামে। সেসময় সেখানকার খামারি হুয়াঙ লি’র ছোট একটি পারিবারিক খামারে এ ঘটনা ঘটে। যা তখন আলোড়ন সৃষ্টি করেছিল।
এসজি