সেন্টমার্টিন-টেকনাফ রুটে ভাড়া নিচ্ছেন না ট্রলার মালিকরা
সেন্টমার্টিনে যাতায়াত করতে কোন টাকা লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে দ্বীপটিতে যেতে পারবেন লোকজন। বিশেষ করে শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার আঘাতে সেন্টমার্টিনের যেসব বাসিন্দা টেকনাফে আশ্রয় নিয়েছিলেন তাদের বাড়ি ফেরার জন্য ট্রলারের ভাড়া ফ্রি করে দিয়েছে সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতি। একই সাথে যারা সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য দ্বীপে যাবেন তাদের কাছ থেকেও টাকা নেওয়া হবে না।
মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঝড়ের প্রভাব থেকে রক্ষা পেতে দ্বীপের যেসব বাসিন্দা বাইরে অবস্থান করছিলেন তাদের দ্বীপে যেতে সেন্টমার্টিন-টেকনাফ নৌ-পথে ট্রলার ভাড়া ফ্রি করা হয়েছে। বিনা খরচে এসব মানুষ দ্বীপে ফিরতে পারবেন।
রশিদ আহমেদ আরও বলেন, মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনের বাসিন্দাদের যে বা যারা ত্রাণ সামগ্রীসহ বিভিন্ন সহায়তা করতে দ্বীপে যাবেন তাদের ভাড়াও ফ্রি করা হয়েছে। সেন্টমার্টিন যারা যাবেন কারো কাছ থেকে ভাড়া নেওয়া হবে না। সম্পূর্ণ বিনামূল্যে সেন্টমার্টিন আশা যাওয়া করা যাবে বলে জানান তিনি।
এসআইএইচ