৩৪ বছর পর হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটংয়ে বন বিভাগের পাহারাদার মিয়া জানকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মিয়া জানকে হত্যার ৩৪ বছর পর সোমবার (১৫ মে) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুল এলাহী এ রায় ঘোষণা করেন।
রায়ে অভিযুক্ত এনামুল হককে মৃত্যুদণ্ড এবং ইউনুছ, নুরু ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় এনামুল হক আদালতে উপস্থিত ছিলেন না। তবে বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুলতানুল আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টৈটংয়ে বন বিভাগের পাহারাদার মিয়া জানকে হত্যার দায়ে এনামুল হককে মৃত্যুদণ্ড এবং ইউনুছ, নুরু ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ১৯৮৯ সালের ১৯ জুলাই তৎকালীন চকরিয়া থানার টৈটং উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের ফাতেমা আক্তারের বাড়িতে রাখা বনের কাঠ উদ্ধার করতে গিয়ে আসামিদের হাতে খুন হন মিয়া জান।
এসজি