এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট চালু হচ্ছে সৈয়দপুর-ঢাকা রুটে
নীলফামারীর সৈয়দপুরে আকাশপথে যাত্রীদের সেবার মান বাড়াতে সৈয়দপুর-ঢাকা রুটে যুক্ত হচ্ছে দেশের নতুন বেসরকারি এয়ারলাইনস ‘এয়ার অ্যাস্ট্রা’। আজ রবিবার (১৪ মে) থেকে এ রুটে প্রথমবার বাণিজ্যিক ফ্লাইট চালু করবে প্রতিষ্ঠানটি।
চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের গন্তব্য সৈয়দপুর এয়ার অ্যাস্ট্রার জন্য গুরুত্বপূর্ণ। গত বছরের ২৪ নভেম্বর চট্টগ্রাম ও কক্সবাজার এবং ২৩ ফেব্রুয়ারি থেকে সিলেটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার অ্যাস্ট্রা। উত্তরাঞ্চলের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ঢাকা-সৈয়দপুর রুটের ফ্লাইটগুলোর সময় নির্ধারণ করা হয়েছে।
এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন দুটি বিমান চলাচল করবে এ রুটে। দুপুর ২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসবে একটি ফ্লাইট। সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ৩টা ৪০ মিনিটে। এ ছাড়া অপর ফ্লাইটটি রাত ৮টায় ঢাকা ছেড়ে আসবে এবং সৈয়দপুর থেকে ছেড়ে যাবে ৯টা ৩০ মিনিটে। পরবর্তীতে পর্যায়ক্রমে সৈয়দপুর বিমানবন্দর থেকে দেশের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করার চিন্তাভাবনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
ফ্রান্সে নির্মিত এয়ার ক্রাফট দুটির আরামদায়ক কেবিনে ৭০ জন যাত্রী বহন করা হবে। সৈয়দপুর ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯০ টাকা।
এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, সৈয়দপুর অভ্যন্তরীণ রুটগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। সৈয়দপুরে এখন প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা। পরবর্তীতে এ রুটে আরও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা আছে। সর্বদা সর্বাত্মক নিরাপদ যাত্রী সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসএন