খুলনায় মোখার ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি, প্রস্তুত ৪০৯ আশ্রয় কেন্দ্র
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ঘূর্ণিঝড় মোখায় সম্ভাব্য ক্ষতি এড়াতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে খুলনা জেলা প্রশাসন। প্রস্তুত করা হচ্ছে ৪০৯টি আশ্রয় কেন্দ্র। এই সব আশ্রয় কেন্দ্রে ২ লাখ ৭৩ হাজার ৮৫০ জন মানুষ আশ্রয় নিতে পারবে। এ ছাড়া ছয় হাজার ২৬০ জন স্বেচ্ছাসেবী, ১১৬টি মেডিক্যাল টিম, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের আগেভাগেই প্রস্তুত করা হচ্ছে।
এ ব্যাপারে খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম জানান, জেলার উপকূলীয় কয়রা, দাকোপ, পাইকগাছা, বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। নাজুক বেড়িবাঁধগুলোও তাৎক্ষণিক মেরামত করা হচ্ছে। ইতিমধ্যে এসব উপজেলার আশ্রয় কেন্দ্রগুলোকে পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। আমরা উপকূলীয় অঞ্চলে সর্বক্ষণ নজরদারি করছি। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে ছুটি বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, গতকাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াসির আরেফিন। সভায় সংশ্লিষ্ট সকল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআইএইচ
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)