রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ৩ শিশু গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে ৩ রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার (৮ মে) বেলা ১টার দিকে উখিয়া ৮নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুদের তাৎক্ষণিক উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে।
১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিক কিছুটা উত্তেজনা দেখা দিলেও এপিবিএনের তৎপরতা দেখে সন্ত্রাসী গ্রুপ ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর থেকে ক্যাম্পে এপিবিএনের কয়েকটি টিম কাজ করছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং বিষয়টি অবহিত হয়ে গুলিবিদ্ধ আহত শিশুদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
এসজি
