কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ২ জনের কারাদণ্ড

কক্সবাজারে ১ লাখ ইয়াবা পাচার মামলায় ২ জনকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডিতদের ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩ মে) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।
দণ্ডপ্রাপ্তরা হলেন- টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার মো. শফির ছেলে সাদ্দাম হোসেন এবং একই এলাকার মো. সাব্বির আহমদের ছেলে বেলাল হোসেন। রায় ঘোষণার সময় আসামি সাদ্দাম হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর আসামি বেলাল হোসেন পলাতক রয়েছেন।
অন্যদিকে মামলার অপর ২ আসামি টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব পাড়ার খলিলুর রহমানের ছেলে তালেব এবং একই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে জুবায়ের হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
এই মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪, অ্যাডভোকেট আয়াতুল্লাহ খোমেনী মামলাটি পরিচালনা করেন।
এসজি
