সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার, ১০ জেলে আটক
সুন্দরবনের অভায়রণ্য এলাকায় মাছ ধরার সময় পৃথক ৩টি অভিযানে ১০ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নৌকা ও মাছ ধরা সরঞ্জামাদি জব্দ করা হয়।
মঙ্গলবার (২ মে) রাতে অভায়রণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের নারিকেল বাড়িয়া খাল হতে বন বিভাগের পাশ বিহীন কাঁকড়া ধরা চারুসহ ১টি ট্রলার ও ৪টি ছোট নৌকাসহ ৪ জন এবং শেলার চরের ভাঙা খাল থেকে নিষিদ্ধ বেন্দি জালসহ ২টি ট্রলার ও ৩ জন আটক এবং নারিকেল বাড়িয়া ও শেল চরের মধ্যবর্তী সংরক্ষিত সুন্দরবন এলাকা থেকে নিষিদ্ধ বেন্দি জালসহ ২টি ট্রলার ও ৩ জেলেকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক জেলেরা মঙ্গলবার রাতে সুন্দরবনের অভয়ারণ্য এলাকার ভেতরে ঢুকে মাছ শিকার করছিল। এসময় তাদের আটক করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসজি