পঞ্চগড়ে ভারতীয় ১১১ বস্তা ধানের বীজ জব্দ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অবৈধপথে আসা ভারতীয় ১১১ বস্তা ধানের বীজ জব্দ করা হয়েছে। সোমবার (১ মে) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত ফকিরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে এসব ভারতীয় ধানের বীজ উদ্ধার করে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন জানায়, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আলম হালিমের নেতৃত্বে উপজেলা প্রশাসন সোমবার রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত ফকিরগঞ্জ বাজারের আপন বীজ ভান্ডারের মালিক আনিসুর রহমান লেবুর বাড়ি, দোকান ও গোডাউনে অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বিভিন্ন কোম্পানীর মোড়কে ধানের বীজের ১১১টি বস্তা উদ্ধার করা হয়। আজ মঙ্গলবারও অভিযান পরিচালনা করা হবে। অভিযান শেষে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উদ্ধারকৃত বীজগুলো ফকিরগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। এদিকে অভিযানের খবর পেয়ে বীজ ব্যবসায়ী আনিসুর রহমান লেবু পালিয়ে গেছেন।
এ বিষয়ে পঞ্চগড় জেলা পরিষদের সদস্য কমলেশ চন্দ্র ঘোষ ও রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ জানান, রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত বীজগুলো তাদের জিম্মায় রাখা হয়েছে।
এ প্রসঙ্গে আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা নুরজাহান খাতুন বলেন, ভারতীয় মোড়কে ধানের বীজগুলো আমদানি করা হয়েছে কি-না, কীভাবে আনা হয়েছে তা আমাদের এখনও কাগজপত্র দেখাননি। বৈধ কাগজপত্র না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আলম হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ওই ব্যবসায়ীর বাসা, দোকান ও গোডাউন থেকে ভারতীয় বিভিন্ন কোম্পানীর মোড়কে ধানের বীজের ১১১টি বস্তা উদ্ধার করা হয়। অভিযান মঙ্গলবারও চলবে। অভিযান শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ