৪ বছর পর অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে অস্ত্র মামলার পলাতক আসামি আলী আকবরকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। রবিবার (৩০ এপ্রিল) রাতে কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১ মে) র্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত আলী আকবর উপজেলার কাটাখালী ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে ৪ বছর আত্মগোপনে থাকা অস্ত্র মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজারের সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল। আলী আকবর ২০১৯ সালে একটি অস্ত্র মামলার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। পরে গ্রেপ্তার এড়াতে চার বছর ধরে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি একটি অস্ত্র মামলা রয়েছে। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসজি
