কুড়িগ্রামে রেললাইনের পাশে মিলল নবজাতকের মরদেহ

কুড়িগ্রামের রাজারহাটে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টগরাইহাট এলাকায় কুড়িগ্রাম-রংপুর রেললাইনের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তবে কে বা কাহারা মরদেহটি রেললাইনের পাশে রেখে গেছেন তা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে রেললাইনের পাশে একটি মৃত নবজাতকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নবজাতকটি ৬-৭ মাস বয়সী। ধারণা করা হচ্ছে রাতেই কেউ গর্ভপাত করে এখানে ফেলে দেয়।
স্থানীয় রবিউল ইসলাম বলেন, মনে হচ্ছে গর্ভপাত করে নিষ্পাপ বাচ্চাটিকে এখানে রেখে যান। আর বাচ্চাটি মেয়ে বাচ্চা। বাচ্চাটি ফুটফুটে সুন্দর, দেখে খুবই মায়া লেগেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হীল জামান। তিনি জানান, নবজাতকের বয়স ৬-৭ মাস হতে পারে। হয়তো কেউ গর্ভপাত করে রাতেই এখানে রেখে যান। মরদেহটি রেললাইন সংলগ্ন হওয়ায় আইনগত বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে।
এসআইএইচ
