স্ত্রীসহ করোনায় আক্রান্ত কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার পর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম।
তিনি বলেন, দুই দিন আগে মেয়রের স্ত্রী আকতার জাহান বকুল করোনায় আক্রান্ত হন। পরে শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় পরীক্ষা করে মেয়র কাদের মির্জার শরীরেও করোনা শনাক্ত হয়।
বসুরহাট পৌরসভা রাজারামপুর গ্রামে নিজ বাড়িতে চিকিৎসক মো. সেলিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন আবদুল কাদের মির্জার ছেলে তাশিক মির্জা।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল বলেন, মেয়র আবদুল কাদের মির্জা ও তার স্ত্রী আকতার জাহান বকুলের করোনা পজিটিভ। তাই দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি।
আবদুল কাদের মির্জার ছেলে তাশিক মির্জা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেয়র আবদুল কাদের মির্জার শারীরিক অবস্থার খোঁজ-খবর ও চিকিৎসার ব্যাপারে সকল ব্যবস্থা নিয়েছেন।
মেয়র আবদুল কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। তিনি ১৯৯৮ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বসুরহাট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১১ সাল থেকে টানা তিনবার প্রথম শ্রেণির পৌরসভা বসুরহাটের মেয়র নির্বাচিত হন। এরই মধ্যে আবদুল কাদের মির্জা নির্বাচন ব্যবস্থাসহ নোয়াখালী আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয়ে কঠোর সমালোচনা করে সারাদেশে আলোচিত হন। বর্তমানে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এসআইএইচ
