গাইবান্ধায় অটোচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

গাইবান্ধার সাঘাটায় অটোরিকশাচালক রুবেল হোসেনকে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ৪০ দিন পর আসামিদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৮ এপ্রিল) গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন।
তিনি জানান, সাঘাটা উপজেলার বাদিনারপাড়া বাসিন্দা আজগর আলীর ছেলে অটোচালক রুবেল হোসেন গত ১৯ মার্চ রাতে নিখোঁজ হন। পরদিন ওই এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিনই সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর আসামিদের গ্রেপ্তারে তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার জিরাবো এলাকা থেকে ওবায়েদুল ইসলাম, জসিম মিয়া ও রুবেল মিয়াকে গ্রেপ্তার করে। জসিম মিয়া বরিশালের ও বাকি দুইজন সাঘাটার বাদিনারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে, ঢাকায় যাওয়ার মতো টাকা না থাকায় তারা অটো ভাড়া করে নির্জনস্থানে নিয়ে অটোচালক রুবেলকে শ্বাসরোধ করে হত্যার পর ভুট্টাক্ষেতে ফেলে যায়। তারা রুবেলের অটোরিকশাটি ৯ হাজার টাকায় বিক্রি করে ঢাকায় যায়। তাদের কাছ থেকে পাওয়া মোবাইল ফোনের কলরেকর্ড থেকে তথ্য পেয়ে চোরাই অটোরিকশা কেনার অপরাধে সাঘাটার বারোকোনা বাজার এলাকা থেকে সাজু মিয়া ও রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই এ হত্যাকাণ্ড ও তার অটোরিকশা কেনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। আজ গ্রেপ্তারকৃতদের গাইবান্ধা আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন।
এসজি
