অপহৃত ৫ রোহিঙ্গা শিশুর পরিবারের কাছে মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকা থেকে ৩ ঘণ্টার ব্যবধানে অপহৃত রোহিঙ্গা ৫ শিশুর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এবার মুক্তিপণ দাবির কায়দা ছিল ভিন্ন। বিদেশি মোবাইল থেকে অপহৃত ৫ শিশুর পরিবারের কাছে ফোন করে ২০ লাখ টাকা দাবি করা হয়।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. একরাম মুক্তিপণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুরে জাদিমুড়ার ন্যাচার পার্ক থেকে মুখোশধারী ৭-৮ সশস্ত্র সন্ত্রাসী প্রথমে ৩ শিশু পরে আরও ২ জনসহ ৫ শিশুকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে। এরপর অপহৃতদের পরিবারের কাছে ফোনে মুক্তিপণ দাবি করেছে।
অপহৃতরা হলো- টেকনাফের নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের হাবিবুর রহমানের ছেলে মো. বেলাল (১৩), মোহাম্মদ ইলিয়াসের ছেলে নূর কামাল (১২), উবায়দুল্লাহর ছেলে নূর আরাফাত (১২), বি ব্লকের মো. রফিকের ছেলে ওসমান (১৪) ও ডি ব্লকের মাহাত আমিনের ছেলে নুর কামাল (১৫)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, টেকনাফ থানার পৃথক তিনটি তিম অপহ্নত রোহিঙ্গা শিশুদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপহরণের পেছনে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরসা, আল ইয়াকিনসহ রোহিঙ্গা স্থানীয় সন্ত্রাসী জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এলাকাটি দুর্গম পাহাড়ি জনপদ হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ওই শিশুরা ঈদ উপলক্ষে বাইরে ঘোরাঘুরি করতে গিয়েছিল। এসময় ন্যাচার পার্ক এলাকা থেকে তারা অপহরণের শিকার হয়। তাদের উদ্ধারের জন্য অভিযান চলছে। তবে মুক্তিপণের বিষয়ে তাদের এখনো পরিবারগুলো কিছুই জানায়নি।
এ নিয়ে গত ৭ মাসে টেকনাফের পাহাড়কেন্দ্রিক ৫৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।
এসজি
