৭ মুরগি খেয়ে ধরা পড়ল অজগর, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলায় মুরগির খোপ থেকে একটি ৬ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছেন ভিলেজ টাইগার রেসপন্স টিম-ওয়াইল্ড টিমের সদস্যরা। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে সোনতলা গ্রাম থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে বনবিভাগ অজগরটি সুন্দরবনে অবমুক্ত করেছে।
জামাল হাওলাদার বলেন, বাড়ির মুরগির খোপে একটি বড় অজগর সাপ ঢুকে ৭টি মুরগি খেয়ে ফেলে। সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে অজগর সাপটি দেখতে পায় বাড়ির লোকজন।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের (রেঞ্জ) কর্মকর্তা মো. মাহবুব হাসান জানান, লোকালয়ে সাপ উদ্ধারের বিষয়টি জানতে পেরে সুন্দরবন রক্ষা বিষয়ক টাইগার রেসপন্স টিম-ওয়াইল্ড টিমকে জানানো হয়। সাপটি উদ্ধার করে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ৬ ফুট লম্বা ও ৫ কেজি ওজনের অজগর সাপটি অফিসের পাশে বনে ছেড়ে দেওয়া হয়।
এসজি
