রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার ৪ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। তাদের বিপক্ষে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্প-১৩ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের আনোয়ার শাহ (২৯), একরাম (২৬), মো. শাহেদ (২০) ও সাব্বির আহম্মেদ (২৭)।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, সোমবার মধ্যরাতে উপজেলার বালুখালী ক্যাম্প-১৩ এলাকায় যৌথ অভিযান চালায় র্যাব। এসময় হত্যা মামলার পলাতক আসামি আরসার ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসজি
