কক্সবাজারে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কক্সবাজারে ধর্ষণ মামলায় নুরুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রবিবার (১৬ এপ্রিল) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত নুরুল ইসলাম চকরিয়া ফাঁসিয়াখালীর ৩নং ওয়ার্ড মাস্টারপাড়া এলাকার বাসিন্দা জহির আহমদের ছেলে।
আদালতের অতিরিক্ত পিপি নুরুল ইসলাম সায়েম জানান, চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের এক শিশুকন্যাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় আবু শমার স্ত্রী কুলসুমা বেগম বাদী হয়ে ধর্ষককে একমাত্র আসামি করে চকরিয়ায় একটি মামলা করেন। ২০২১ সালের ১৪ মার্চ মামলার চার্জ গঠন করার পর পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করে আদালত।
কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর স্পেশাল পিপি বদিউল আলম সিকদার বলেন, বাদী ও সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ শাস্তি দেন।
এসজি
