কবিরহাটে ২ হাজার রিকশাচালক পেলেন ঈদ উপহার

নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলির উদ্যোগে ২ হাজার রিকশাচালকের মাঝে ঈদ উপহার হিসেবে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠে রিকশাচালকদের মাঝে এই নগদ অর্থ বিতরণ করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সহধর্মিণী ও কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি।
এসময় কামরুন নাহার শিউলি বলেন, দেশের খেটে খাওয়া মানুষগুলোর রোজা রেখে কাজ করতে অনেক কষ্ট হয় এবং রিকশাচালকদের মানুষ তেমন মূল্যায়ন করে না। তাই আমি এবার রিকশাচালক ভাইদের জন্য ব্যতিক্রমী আয়োজন করেছি। আজ উপজেলার ২ হাজার রিকশাচালককে সামান্য কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে পেরে আমি অনেক খুশি। তারা যেন অন্তত সেমাই-চিনি কিনে পরিবার নিয়ে খেতে পারে। আমি চেষ্টা করব সব সময় তাদের পাশে থাকতে।
ঈদ উপহারের নগদ অর্থ বিতরণকালে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসজি
