লালমনিরহাটে হত্যা মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড
লালমনিরহাটে সদর উপজেলায় ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবকে হত্যা মামলায় আসামি মো. এরশাদুলকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার (৯ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত এরশাদুল সদর উপজেলার মোগলহাট বুমকা এলাকার নুরজামালের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৬ অক্টোবর দুপুরে সদর উপজেলার মোগলহাট বুমকা এলাকার মো. আব্দুল গনির ছেলে হাবিবুর রহমান হাবিব মোটরসাইকেলে করে তৈরিকৃত কামারী জিনিসপত্র নিয়ে পার্শ্ববর্তী ফুলবাড়ী খড়িবাড়ী হাটে যায়। হাট থেকে হাবিব রাত ১১টার দিকেও ফেরত না আসায় পরিবারের সদস্যরা তার ফোনে কল দেয় এবং ফোন বন্ধ পায়। পরদিন ২৭ অক্টোবর সকালে হাবিবের লাশ সদর উপজেলার কুলাঘাট শিবেরকুটির ধরলা নদীর তীর সংলগ্ন কলা বাগানে পড়ে আছে বলে খবর পায় পরিবারের লোকজন।
এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন আসামি মো. এরশাদকে ঢাকার কাওরান বাজার থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাবাদ করে। পরে ব্যবসায়ী হাবিবকে হত্যার কথা স্বীকার করে এরশাদ স্বীকারোক্তি জবানবন্দি দেয়। আসামির জবানবন্দি মতে হত্যায় ব্যবহৃত হাতুরি উদ্ধার ও জব্দ করে পুলিশ।
পুলিশ তদন্ত শেষে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দিলে আদালত উভয়ের পক্ষের শুনানি শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত। আসামির যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু কারাদণ্ড হিসেবে বিবেচিত হবে বলে রায় ঘোষণা দেন আদালত।
এসজি