বিয়ের দাবিতে ৬ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণী

ফেনীর পরশুরামে বিয়ের দাবিতে গত ৬ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। এ ঘটনার পর থেকে প্রেমিক মো. ওমর ফারুক সপরিবারে বাড়ি থেকে পালিয়ে যান। ওই তরুণী দাগনভূঞার দুধমূখার বাসিন্দা। আর কাতার প্রবাসী ওমর ফারুক পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামের আলি আকবরের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ওই তরুণী ওমরের বাড়িতে আসেন। স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফার উপস্থিতিতে সালিসি বৈঠক করেন। এতে মীমাংসা না হওয়ায় ওই তরুণী প্রেমিক ফারুকের বাড়িতে ঢুকে যান। এসময় ফারুকের পরিবারের সদস্যরা ঘরে তালা মেরে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আত্মগোপনে চলে যান।
ওই তরুণীর দাবি, গত এক বছর ধরে কাতারে থাকা অবস্থায় ফেসবুকের মাধ্যমে মো. ওমর ফারুকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রবাসে থাকা অবস্থায় প্রতিদিন ইমুতে রাতভর, দিনকে দিন কথা হতো। প্রবাসে থাকা অবস্থায় ওই তরুনীকে বিয়ের প্রতিশ্রুতি দেন ফারুক। দেশে এসে ফেনীতে দেখাও করেন। কিন্তু বাড়িতে তার পরিবার ওই তরুণীকে বিয়েতে অস্বীকৃতি জানান। তাকে অন্যত্র বিয়ে করার জন্য পাত্রী দেখছেন। এ খবর তরুণীকে ফারুক জানালে তিনি তার বাড়িতে ছুটে আসেন।
চিথলিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা জানান, গত মঙ্গলবার দুপুরে ওই তরুণী ফারুকের বাড়িতে আসেন। খবর পেয়ে তিনি রাতে ঘটনাস্থলে যান এবং দুই পক্ষের সঙ্গে কথা বলে সালিসি বৈঠক করেন। ওমর ওই তরুণীকে বিয়ে করতে রাজি না হয়ে সপরিবারে বাড়ি থেকে পালিয়ে যান।
ইউপি সদস্য আরও জানান, বর্তমানে ওই তরুণী একা ফারুকের বাড়িতে অবস্থান করছেন।
চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন। বর্তমানে ফারুক ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছে। ফারুকের খোঁজ পেলে বিয়ের ব্যবস্থা করা হবে। বিষয়টি তিনি পরশুরাম থানার ওসিকে অবহিত করেছেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। এখন পর্যন্ত তরুণীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এসজি
