রংপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন ১১১ জন

কোনো ধরনের তদবির এবং আর্থিক লেনদেন ছাড়া মাত্র ১২০ টাকা ফি দিয়ে রংপুর জেলায় ১১১ জন পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
সোমবার (৪ এপ্রিল) বিকালে নিজস্ব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
পুলিশ সুপার বলেন, মার্চ মাসে আমরা কোনো ধরনের তদবির এবং আর্থিক লেনদেন ছাড়াই মাত্র ১২০ টাকা ফি দিয়ে স্বচ্ছতার মাধ্যমে ১১১ জন কনেস্টবল নিয়োগ দিয়েছি। এর মধ্যে ৯৪ জন পুরুষ এবং ১৭ জন নারী। যাদেরকে ইন্টারভিউ করলে আপনারা বুঝতে পারবেন। এটা রংপুর পুলিশের একটি অন্যতম সাফল্য।
তিনি আরও বলেন, রংপুর জেলা পুলিশ হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় ৯৮৪ জনকে গ্রেপ্তার করেছে। ত্রুটিপূর্ণভাবে গাড়ি চালানো ও ট্রাফিক আইন অমান্য করায় ১ হাজার ১১৯টি মামলা দিয়ে ৩৯ লাখ ৭৮ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের মাদক উদ্ধার, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং উঠান বৈঠকের মাধ্যমে আত্মহত্যা, বাল্যবিয়ে রোধ, গুজব ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা পুলিশ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সুলতানা রাজিয়া ও ইফতেখায়ের আলম উপস্থিত ছিলেন।
এসজি
