জুতার মালা পরে ইজিবাইক চালকের প্রতিবাদ
বরগুনা সদর উপজেলায় গলায় নিজের জুতার মালা পরে রাস্তায় রাস্তায় ঘুরছেন মো. নাসির নামের এক ইজিবাইক চালক। সোমবার (৩ এপ্রিল) দুপুরে শহরের বিভিন্ন সড়কে এভাবেই তাকে ঘুরতে দেখা যায়। নাসির সদরের বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা। নাসিরের অভিযোগ, বরগুনা সদর থেকে নিশানবাড়িয়া সড়কে বিকেল ৩ টার আগে কোনো ধরনের ইজিবাইক চলাচল করতে দেয় না বরগুনা বাস মালিক সমিতি।
আজ সকালে এক শিশু রোগীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে বাস মালিক সমিতির লোকজন তাকে গাড়ি চালাতে বাধা দেয় এবং সকল যাত্রীকে নামিয়ে দেয়। এর প্রতিবাদে নিজের গলায় জুতার মালা পরে জেলা প্রশাসকের কার্যালয়সহ শহরের বিভিন্ন রাস্তায় হেঁটেছেন তিনি।
নাসির বলেন, আমার ছোট বাচ্চা আছে। তাকে দুধ কিনে খাওয়াতে হয়। কিন্তু গাড়ি না চালালে দুধ কেনার টাকা হয় না, সংসার চলে না। আজ এক রোগীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম। কিন্তু ওরা সবাইকে নামিয়ে দেয়।
এমনকি বাস মালিক সমিতির লোকজন আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি ন্যায়বিচার না পাব ততক্ষণ পর্যন্ত জুতার মালা গলা থেকে নামাব না।
এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ তার সঙ্গে কথা বলেছে। তবে তিনি কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে বরগুনা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলুকে কল দিলে তার মোবাইলফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. সগীর বলেন, আমাদের কোনো লোকজন এমন কাজ করেনি। এটা সম্পূর্ণ বানোয়াট। প্রয়োজন হলে আপনারা খোঁজ নিয়ে দেখেন।
এএজেড