চকরিয়ায় ১ হাজার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে আইস ও ইয়াবাসহ আবদুল্লাহ আল নোমান নামে এক যুবককে আটক করেছে র্যাব।
রবিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. শামসুল আলম খাঁন।
তিনি জানান, একই দিনে দুপুর দেড়টার দিকে চকরিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আবদুল্লাহ আল নোমান কুমিল্লা চৌদ্দগ্রাম নতুন বাজার এলাকার রুস্তম আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের চকরিয়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কাসপা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞেসা জানা যায়, সে দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে আসছিলেন এবং কক্সবাজারসহ সারাদেশে ইয়াবা বিক্রি করে আসছিলৈন বলে স্বীকার করেছেন।
আটক যুবকের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
এসএন
