সুন্দরবনের মধু আহরণ শুরু, চলবে ৩০ জুন পর্যন্ত

চলতি মৌসুমে ১ হাজার ৫০ কুইন্টাল মধু ও ২৬৬ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নিয়ে সুন্দরবনে মধু আহরণ শুরু হয়েছে। আজ শনিবার (১ এপ্রিল) সকালে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহাম্মাদ মহসীন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কান্তি মধু আহরণ মৌসুমের উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) ইকবাল হোসেন চৌধুরী।
এবার প্রতি কুইন্টাল (১০০ কেজি) মধুর জন্য সরকারকে ১ হাজার ৫০০ টাকা এবং মোমের জন্য ২ হাজার টাকা রাজস্ব দিতে হবে। সাতক্ষীরা রেঞ্জের আওতায় মৌয়ালরা সুন্দরবনের পুষ্পকাটি, নোটাবেকী, দোবেকি ও কাচিকাটা এলাকায় মধু আহরণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ১৭৫ জন মৌয়ালকে আনুষ্ঠানিকভাবে মধু আহরণের অনুমতি দেওয়া হয়। আগামী ৩০ জুন পর্যন্ত ওই সমস্ত এলাকায় মধু সংগ্রহ করতে পারবেন মৌয়ালরা।
এএজেড
