সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০ মাঘ ১৪৩১
Dhaka Prokash

মাগুরায় বিএনপির অবস্থান কর্মসূচি পালন

চাল,ডাল,তেলসহ নিত্যপন্যের দাম কমানো, তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তিসহ দশ দফা দাবিতে মাগুরায় বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ শনিবার দুপুর দুইটায় মাগুরা শহরের ইসলামপুর পাড়াস্থ বিএনপি কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে মাগুরা জেলা বিএনপি।

জেলা বিএনপির আহবায়ক আলি আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান।

এ ছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব মোঃ আকতার হোসেন, যুগ্ম আহবায়ক আহসান হাবিব,খান হাসান ইমাম, আলমগীর হোসেন, কুতুব উদ্দিন, ফারুকুজ্জামান, যুবদল সভাপতি ওয়াসিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা ছাত্রদল সভাপতি আব্দুর রহিম প্রমূখ।

বক্তারা সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এএজেড

Header Ad
Header Ad

চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ : আদালতে প্রাঙ্গণে পলক  

ছবিঃ সংগৃহীত

আদালত প্রাঙ্গণে কখনো বিভিন্ন অঙ্গভঙ্গি, আবার কখনো নানা মন্তব্যে প্রায়ই আলোচনায় থাকেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ।’

সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, পলককে গাজীপুরের কাশিমপুর কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর রিদুয়ানুল হক তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তার রিমান্ডের আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। ওই দিন বিকেল ৩টায় আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি।

এ ঘটনায় তার পরিবার গত ২১ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

Header Ad
Header Ad

১১ দফা দাবিতে মতিঝিলে শেয়ারবাজার বিনিয়োগকারীদের সমাবেশ

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারের মন্দাভাব ও বিনিয়োগ সুরক্ষার দাবিতে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ সমাবেশ করেছেন শেয়ারবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে হাজারের বেশি বিনিয়োগকারী সমবেত হন। সেখানে ১১ দফা দাবি তুলে ধরে পুঁজিবাজারের স্থিতিশীলতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বিনিয়োগকারীদের ১১ দফা দাবি:

১. বিএসইসি ও আইসিবির চেয়ারম্যান অপসারণ – বর্তমান চেয়ারম্যানদের দ্রুত সরিয়ে নতুন যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।

২. গেইন-ট্যাক্স প্রত্যাহার – বর্তমান বাজার পরিস্থিতির কারণে এই কর বাতিল করতে হবে।

৩. অযাচিত হস্তক্ষেপ বন্ধ – তদন্ত ও জেড গ্রুপে স্থানান্তরের মতো হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

৪. জেড ক্যাটাগরি বিধান সংস্কার – এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাই নিয়ম পরিবর্তন করতে হবে।

৫. কোম্পানির আয় থেকে ন্যূনতম ৫০% লভ্যাংশ প্রদান বাধ্যতামূলক করা।

৬. ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স ও মিউচ্যুয়াল ফান্ডের পুঁজিবাজারে বিনিয়োগ শতভাগ কার্যকর করতে হবে।

৭. টাস্ক ফোর্সের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও বিনিয়োগকারীদের অবহিত করা।

৮. তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ন্যূনতম ৩০% শেয়ার ধারণ বাধ্যতামূলক করা।

৯. বিএসইসিকে ১০টি মিউচ্যুয়াল ফান্ড দ্রুত বাজারে আনতে হবে।

১০. যেসব কোম্পানি দুই বছর লভ্যাংশ দিতে ব্যর্থ হবে, তাদের বোর্ড পুনর্গঠন করতে হবে।

১১. ফোর্স সেল (বাধ্যতামূলক শেয়ার বিক্রি) বন্ধ করতে হবে।

বিনিয়োগকারীরা জানান, এসব দাবি মানা না হলে পুঁজিবাজার আরও বিপর্যয়ের মুখে পড়বে। তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

Header Ad
Header Ad

আইনশৃঙ্খলা বাহিনীকে ‘যুদ্ধ পরিস্থিতির’ মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার  

ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি কমান্ড সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এ বছরটি দেশের জন্য অত্যন্ত সংকটময় বছর। আমরা কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেবো না।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা সংস্থাগুলিকে সর্বশেষ যোগাযোগের সরঞ্জামগুলির সর্বাধিক ব্যবহার করতে নির্দেশ দিয়ে সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের বলেন, আমাদের একটি কমান্ড সেন্টার বা একটি কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, যা সমস্ত পুলিশ এবং নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় করবে।

তিনি বলেছিলেন যে নতুন কমান্ড কাঠামো “দক্ষতার সাথে এবং নিবিড়ভাবে” সমস্ত সংস্থা, সারাদেশের থানা এবং সমস্ত আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ করবে।

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে নিরাপত্তা প্রধানদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, আমাদেরকে ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে ছিলাম। এই বছরটি দেশের জন্য অত্যন্ত সংকটময় বছর। আমাদের কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া উচিত নয়।

প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা নৈরাজ্য ছড়ানো এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে।

তিনি বলেন, আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রত্যেকেরই এই বিভ্রান্তিকর হুমকির বিরুদ্ধে লড়াই করা উচিত।

অধ্যাপক ইউনূস বলেন, পুলিশের একটি ডেডিকেটেড কল নম্বর সেট করা উচিত, যেমন ৯৯৯ এর মত। অভিযোগকারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে একটি প্রাথমিক তথ্য প্রতিবেদন দাখিল করতে পারেন। এটি মামলা করার সময় আমাদের লোকেরা যে ঝামেলার সম্মুখীন হয় তা কমিয়ে দেবে।

পুলিশ প্রধান বাহারুল আলমকে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন এফআইআর ফাইলিংয়ের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা পুলিশ প্রধানকে অনলাইনে মামলা দায়েরের বিষয়ে প্রশ্নের উত্তর দেয়ার জন্য একটি ডেডিকেটেড কল সেন্টার স্থাপনের নির্দেশ দিয়েছেন। যারা অনলাইনে মামলা দায়ের করতে কষ্ট করে, তারা সহজেই কল সেন্টার থেকে সাহায্য নিতে পারবেন বলেও জানান তিনি।

বর্তমানে, একটি এফআইআর শুধুমাত্র নিকটস্থ থানায় পরিদর্শন করার পরে দায়ের করা যেতে পারে। পদ্ধতিটি কষ্টকর এবং অপব্যবহারের সুযোগ ছেড়ে দেয়।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টা খুদার বিশেষ সহকারী। বকশ চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি এবং পুলিশ, বিজিবি, র‌্যাব, ডিএমপি, কোস্টগার্ড ও বিশেষ শাখার প্রধানরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ : আদালতে প্রাঙ্গণে পলক  
১১ দফা দাবিতে মতিঝিলে শেয়ারবাজার বিনিয়োগকারীদের সমাবেশ
আইনশৃঙ্খলা বাহিনীকে ‘যুদ্ধ পরিস্থিতির’ মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার  
কেয়া গ্রুপের চেয়ারম্যান খালেক পাঠানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
রংপুরকে বিদায় করে বিপিএলের কোয়ালিফায়ারে খুলনা
টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৫২১ জনের বিরুদ্ধে মামলা
মহাখালীতে ট্রেন আটকে দিলো তিতুমীরের শিক্ষার্থীরা  
ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান  
টিউলিপের ১০ বছর জেল হতে পারে!
পাবনায় পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা, আটক ১৬
পুলিশ হেফাজতে রাজশাহীর মালিক কিস্তিতে পারিশ্রমিক দেওয়ার অঙ্গীকার  
নববধূ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে বরের মৃত্যু
যাদের হাতে উঠেছে সংগীতে সেরা ‘গ্র্যামি পুরস্কার’
৩০০ আসনে প্রার্থী দিবে ‘ফুলকপি’ প্রতীকের বিডিপি
পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ তিতুমীর কলেজের  
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত- ২
বাঁচা-মরার ম্যাচে রাসেল, টিম ডেভিড, ভিন্সদের নিয়ে ব্যাটিংয়ে রংপুর
প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মেয়ের ছবি বিকৃত করে প্রচার  
বাংলাদেশের ‌‘গুম জননী’ শেখ হাসিনা: প্রেস সচিব