শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল, প্রতারক গ্রেপ্তার

শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগ পত্র দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলার প্রধান অভিযুক্ত জ্যোতিস চন্দ্র রায় (৩৮)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, রংপুর (র্যাব-১৩)।
বৃহস্পতিবার গভীর রাতে (৩০ মার্চ) পঞ্চগড় জেলা সদরের নিজ বাড়ি হতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে র্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, পঞ্চগড় জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলার সহজ-সরল মানুষদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে জ্যোতিস। সে তার নিজ এলাকা পঞ্চগড়সহ দিনাজপুরের বিভিন্ন থানা এলাকার মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের সাথে সখ্যতা গড়ে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতো। এরই ধারাবাহিকতায় দিনাজপুর সদরের আজিজুল ইসলামের পুত্র মো. মাসুদ আলী (৩৯)কে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধাপে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে বাদীকে একটি ভুয়া নিয়োগপত্র দেয়। পরবর্তীতে বাদী নিয়োগ পত্রটি ভূয়া বুঝতে পেরে দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেন। এরই সূত্র ধরে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল এজাহার নামীয় মূল আসামীকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে।
/এএস
