রায়পুরে সাড়ে তিন হাজার কেজি জাটকা জব্দ

লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে তিন হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৩০মার্চ) সকালে উপজেলার মেঘনা নদী সংলগ্ন মেঘনা বাজার এলাকার একটি সুপারি বাগানে তল্লাশী চালিয়ে এ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকাগুলো রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হকের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়। রায়পুর কোস্টগার্ড চট্রগ্রাম পূর্ব জোনের কন্টিজেন কমান্ডার তৌহিদুল ইসলাম এ তথ্য জানান।
কোস্টগার্ডের কন্টিজেন কমান্ডার তৌহিদুল ইসলাম জানান, মার্চ-এপ্রিল দুই মাস মেঘনায় মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় প্রতিদিন দুইবার নদীতে অভিযান চালায় তারা। গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন মেঘনা বাজারে অভিযানে যায় তারা।
পরে তল্লাশি চালিয়ে ওই এলাকার একটি সুপারি বাগানের ভেতর থেকে তিন হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাটকা পাচার করা ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
এএজেড
