শ্রীপুরে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

গাজীপুরের শ্রীপুরে মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টায় শ্রীপুর চৌরাস্তার পশ্চিমে আনসার রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল হোসেন (৪৫) শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানি গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তাজমুল হোসেন জানান, স্থানীয়দের ভাষ্য মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ড ১২-২৮৩৯) শ্রীপুরে প্রবেশ করেছিল। এ সময় মাওনাগামী একটি মোটরসাইকেল ব্রেক ফেল করে চলন্ত ট্রাকের নিচে চলে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটসাইকেলচালক আব্দুল জলিল হোসেন নিহত হন।
এএসআই আরও জানান, নিহতের সঙ্গে থাকা মানি ব্যাগ থেকে পাওয়া পরিচয়পত্র দেখে নিশ্চিত হতে পেরেছি যে তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এসআইএইচ
