সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ছেলেকে না পেয়ে বাবাকে আটকে রেখে দিনভর নির্যাতনের অভিযোগ

নরসিংদীর মনোহরদীতে ছাগল চুরির অভিযোগে ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাউছার রশিদ বিপ্লবের বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে নরসিংদী মনোহরদী থানার খিদিরপুর ইউনিয়নের কটিয়াদি এলাকায়।

ভুক্তভোগী ওই ব্যক্তির নাম আঙ্গুর মিয়া (৫০)। তিনি কটিয়াদি এলাকার আওয়াল নবীর ছেলে। তার পরিবারের অভিযোগ, চেয়ারম্যানের ১০ থেকে ১৫ জন লোক আঙ্গুর মিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে সারাদিন আটকে রেখে তার উপর অমানষিক নির্যাতন চালায়। তাকে ছাড়িয়ে আনতে গেলে পরিবারের কাছে চেয়ারম্যান কাউছার রশিদ এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে ব্যর্থ হলে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, আঙ্গুর মিয়াকে চেয়ারম্যানের কার্যালয়ে আটকে রাখা হয়েছে। তিনি মেঝেতে শুয়ে আছেন এবং শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন দেখা যায়। তাকে কোনো ধরনের চিকিৎসাও দেওয়া হয়নি।

ভুক্তভোগীর স্ত্রী রিমা আক্তার বলেন, আমার ছেলে সাদেকুল ইসলাম (২৩) নাকি ছাগল চুরি করেছে- এমন মিথ্যা অভিযোগে ছেলেকে বাড়িতে না পেয়ে সকাল ৯টার দিকে চেয়ারম্যানের লোকজন তার বাবাকে ধরে নিয়ে যায়। পরে তাকে আটকে রেখে নির্যাতন করে। রাত সাড়ে ১০টা পর্যন্ত চেয়ারম্যানের কার্যালয় থেকে স্বামীকে ছাড়িয়ে আনার চেষ্টা করা হয়। কিন্তু আমাদের শত অনুরোধ চেয়ারম্যান রাখেননি। উল্টো তিনি এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ছেলের বাবাকে পুলিশের হাতে তুলে দিবে বলে জানায়।

তিনি আরও বলেন, ছেলে অপরাধের সঙ্গে জড়িত থাকলে সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করতে আমার কোনো বাধা নেই। কিন্তু নিরপরাধ স্বামীকে ধরে এনে কেন মারপিট করা হবে। এর জন্য চেয়ারম্যানের বিচার দাবি করেন তিনি।

এই বিষয় জানতে চাইলে খিদিরপুর ইউপি চেয়ারম্যান মো. কাউছার রশিদ বিপ্লব জানান, আঙ্গুর মিয়ার ছেলে সাকিব এর আগে এলাকা থেকে প্রায় ১০০ গরু-ছাগল চুরি করেছে। ছাগল চুরির সহযোগী মাহমুদুল হাসানকেও (১৬) আমরা আটক করেছি। মাহমুদুল স্থানীয় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী। সে এখন আমার কার্যালয়ে রয়েছে।

আঙ্গুর মিয়াকে সকালে আটক করার কথা অস্বীকার করে তিনি জানান, ছেলেকে বাড়িতে না পেয়ে বিকাল ৫টার দিকে লোকজন আঙ্গুরকে ধরে নিয়ে এসেছে।

ছেলের জায়গায় বাবাকে আটক করার প্রশ্নে ইউপি চেয়ারম্যান জানান, ছেলেকে বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করায় বাবাকে আটক করা হয়। তবে তাকে মারধর করা হয়নি এবং টাকাও দাবি করা হয়নি। স্বজনদের এসব দাবি ভিত্তিহীন। ছেলের বাবাও চুরির সাথে জড়িত। আমি মনোহরদী থানা পুলিশকে জানিয়ে তারপর ধরে এনেছি।

এ ব্যাপারে জানতে চাইলে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, খিদিরপুর ইউপি চেয়ারম্যান আমাকে রাতে কল করে জানান-কটিয়াদি গ্রাম থেকে ছাগল চুরির অভিযোগে দুইজনকে আটক করা হয়। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় আমরা তখন ঘটনাস্থলে যেতে পারিনি। আর ছেলেকে না পেয়ে পিতাকে আটক করার বিষয়ে আমি জানি না। খোঁজ-খবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআইএইচ

Header Ad
Header Ad

মিরপুরে ছুরিকাঘাতে যুবক খুন  

ছবিঃ সংগৃহীত

ঢাকার মিরপুর শাহআলী থানাধীন রাসেল পার্কের সামনে ছুরিকাঘাতে রনি (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে দলবদ্ধ দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে জখম করে। পরে গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘রাসেল পার্কের সামনে রনিকে কিছু দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করা হয়েছে। তার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। কেউ বলছে তিনি বেকার, আবার কেউ বলছে রিকশা চালাতেন।’

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় বিরোধের জেরে ৮ থেকে ১০ জনের একটি দল রনিকে রাস্তায় ফেলে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। তবে এঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার চেষ্টা করছে বলে জানিয়েছে শাহ আলী থানা পুলিশ।

Header Ad
Header Ad

ফারাজ করিম ও ফারহান করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা  

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি কারাবন্দি এবিএম ফজলে করিম চৌধুরীর দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে রোববার (১৬ মার্চ) মহানগর সিনিয়র স্পেশাল জজ শুনানি শেষে এ আবেদন দেন।

দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, ফজলে করিম চৌধুরীর দুই ছেলে দেশত্যাগ করতে পারে এমন তথ্য রয়েছে দুদকের কাছে।

এই কারণে দুদক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করে।

রাউজানে সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে বিদেশে টাকা পাচারসহ তার ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

Header Ad
Header Ad

সাড়ে ১১টায় সিলেট বিমানবন্দরে পৌঁছাবেন হামজা  

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ইংল্যান্ডে জন্ম নেওয়া ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে আসছেন জাতীয় দলে খেলার জন্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতোমধ্যে এক ফেইজবুক পোস্টের মাধ্যমে তাঁর রৌণা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আজ বেলা সাড়ে ১১টা নাগাদ সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে গতকাল দুপুরে লিডস ও শেফিল্ড ইউনাইটেডের মধ্যে ম্যাচ ছিল। সেই ম্যাচে হামজার শেফিল্ড ১-০ গোলে জয়লাভ করে। ওই ম্যাচে হামজা পূর্ণ ৯০ মিনিটই খেলেন। সেই ম্যাচ খেলার কয়েক ঘণ্টা পরই হামজা ২৫ মার্চ বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে রওনা হয়েছেন।

বাফুফের সঙ্গে হামজার আলোচনা অনুযায়ী বিমানের বিজনেস ক্লাস আসনে যাতায়াত করার কথা। সেই অনুযায়ী হামজা বিজনেস ক্লাসেই ম্যানচেস্টার থেকে রওনা হয়েছেন। জাতীয় ফুটবল দলের সঙ্গে আজই পৃষ্ঠপোষক হিসেবে চুক্তি হয়েছে ইউসিবি ব্যাংকের। চুক্তি হওয়ার কয়েক ঘণ্টা পরই হামজার আগমনের ছবিতে বাফুফে ইউসিবি ব্যাংকের লোগো ব্যবহার করেছে। আজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল অবশ্য হামজার আগমনে ইউসিবি সহায়তা কথা জানিয়েছিলেন।

হামজার শেকড় হবিগঞ্জের বাহুবল গ্রামে। তাই ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার ঢাকা না এসে সরাসরি সিলেট আসবেন। সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ রওনা হবেন সপরিবারে। সিলেট এয়ারপোর্টে বাফুফের চার নির্বাহী সদস্য হামজাকে অভ্যর্থনা জানাবেন। হামজাকে বরণের জন্য হবিগঞ্জবাসী মুখিয়ে রয়েছেন। বাফুফে সিলেট ও হবিগঞ্জ উভয় জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে হামজার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে।

হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী আগেভাগেই দেশে এসেছেন। তিনি হবিগঞ্জে বাড়িতে অবস্থান করছেন। হামজার সঙ্গে একই ফ্লাইটে তার স্ত্রী, ৩ সন্তান ও মায়ের আসার কথা। বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ হামজার পরিবারও উপভোগ করতে মুখিয়ে আছেন। তারা শিলং স্টেডিয়ামে বসেই খেলা দেখার পরিকল্পনা করেছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মিরপুরে ছুরিকাঘাতে যুবক খুন  
ফারাজ করিম ও ফারহান করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
সাড়ে ১১টায় সিলেট বিমানবন্দরে পৌঁছাবেন হামজা  
ইয়েমেনে নিহত বেড়ে ৫৩, হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের  
কর্মবিরতিতে মেট্রোরেল কর্মীরা, বিনা টিকিটে ভ্রমণ করছে যাত্রীরা
ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়
‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না’ খবরটি সত্য নয়
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত: মির্জা ফখরুল
ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার করল সেনাবাহিনী
অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে ‘সোনিয়ার’ প্রতারণা, টাকা ফেরত চেয়ে মানববন্ধন
চুয়াডাঙ্গায় সার বীজ মনিটরিং কমিটির  সভা অনুষ্ঠিত
বিএনপি ক্ষমতায় এলে সব অন্যায়-জুলুমের বিচার নিশ্চিত করা হবে: তারেক রহমান
সাশ্রয়ী দামে আধুনিক ফার্নিচার সরবরাহ করবে সরকার : রিজওয়ানা
বাংলাদেশের নির্বাচন হবে আন্তর্জাতিক মানের, আশা ইউরোপীয় ইউনিয়নের
নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫১
বন্ধ হওয়ার পথে ভয়েস অব আমেরিকা, ১৩০০ কর্মীকে ছাঁটাই
পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
চুয়াডাঙ্গায় ‘গো গ্রীন’ কর্মসূচির আওতায় দুটি নতুন প্রকল্পের যাত্রা
আবরার হত্যার রায় ছাত্র রাজনীতির জন্য কড়া বার্তা : অ্যাটর্নি জেনারেল
কুয়েতে ৪২ হাজার নাগরিকের নাগরিকত্ব বাতিল: রাতারাতি রাষ্ট্রহীন হয়ে পড়ার শঙ্কা