মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ফাইল ছবি
রংপুর নগরীর স্নেহা মাদক নিরাময় কেন্দ্রে মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে ওই কেন্দ্রের কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মেহেদী হাসান রংপুর মহানগরীর ৩২নং ওয়ার্ডের ধর্মদাস মুসলিমপাড়া এলাকার মশিউর রহমানের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সু-চিকিৎসার জন্য মেহেদীকে স্নেহা মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। মঙ্গলবার তার পরিবারের লোকজন মেহেদীর সঙ্গে দেখা করে। বুধবার সকালে পরিবারকে সংবাদ দেওয়া হয় মেহেদী মারা গেছে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে মাদক নিরাময় কেন্দ্রের লোকজন জানায় মেহেদী আত্মহত্যা করেছে।
নিহতের স্বজনদের দাবি, মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিঠু আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।
এসজি