লক্ষ্মীপুরে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

লক্ষ্মীপুরের রায়পুরে ২০০ পিস ইয়াবা রাখার দায়ে ইসমাইল হোসেন লিমন (২৫) নামে এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি ইসমাইল হোসেন লিমন আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত লিমন রায়পুর পৌরসভার দক্ষিণ কেরোয়া গ্রামের জাকির হোসেন লিটনের ছেলে।
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ মে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জামশেদ আহমেদ উপজেলার মধ্য চরপাতা গ্রামের সিংহের পোল এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেন লিমনকে আটক করে। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লিমনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) জামশেদ আহমেদ। পরে তাকে ওই মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে পুলিশ ২০১৮ সালের ২৩ জুলাই লিমনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করে আজ আদালত এ রায় দেন।
এসজি
