মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

কক্সবাজারের মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৬ মার্চ) রাত ১টায় মাতারবাড়ি চালিয়াতলী সড়কের দাঁড়াখাল ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-এনামুল হক(২০) ও মিজানুর রহমান রুবেল(৩০)। তারা দুজনেই মহেশখালীর উত্তর নলবিলা এলাকার বাসিন্দা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টায় মাতারবাড়ি-চালিয়াতলী সড়কের দাঁড়াখাল ব্রিজের উত্তরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে এনামুল হক(২০) কে ধারালো দা সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তখন তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে এনামুল হকের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টায় মিজানুর রহমান রুবেল(৩০) কে আটক করা হয়৷ আটক ব্যক্তিরা স্বীকার করেন তারা দীর্ঘদিন যাবত এই পেশার সাথে জড়িত।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এসআইএইচ
