স্বাধীনতা দিবসে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

স্বাধীনতা দিবসে চুয়াডাঙ্গা সীমান্তে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ।
রবিবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে দর্শনা বন্দর চেকপোস্ট সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে মিষ্টি তুলে দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির কুষ্টিয়া সেক্টর ও চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফের কৃষ্ণনগর সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমানডেন্ট ও কোম্পানি কমান্ডারকে মিষ্টি উপহার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার নওশের আলী, দর্শনা আইসিপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জব্বার। বিএসএফের পক্ষে ছিলেন গেঁদে কোম্পানির ইন্সপেক্টর হরেন্দ্রর সিং।
মহান স্বাধীনতা যুদ্ধে বন্ধু দেশ ভারতের অবদানকে স্মরণ করে এসময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়। বিএসএফ জওয়ানরাও বাংলাদেশের স্বাধীনতা দিবসে বাংলাদেশি ও বিজিবিকে শুভেচ্ছা জানায়।
এসজি
