সেই ছাত্রলীগ নেতাকে থানায় হাজির হতে নির্দেশ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কোমরে পিস্তল গুঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করা ছাত্রলীগ নেতা সুভ্রদেব সিং (২৫) কে বোয়ালমারী থানায় হাজির হতে নির্দেশ দিয়েছে পুলিশ।
ওই ছাত্রলীগ নেতার কোমরে গুঁজে রাখা পিস্তলটি আসল নাকি নকল এ বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। আইন পরিপন্থী কোনো কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওহাব বলেন, ফেসবুকে ওই পোস্ট দেখার পর ছাত্রলীগ নেতা শুভ্রদেব সিংকে থানায় ডেকে পাঠানো হয়েছে। পিস্তলটি আসল নাকি নকল এ বিষয়ে খোঁজ নিচ্ছি আমরা। একইসঙ্গে এ ঘটনায় তিনি কী ব্যাখ্যা দেন সেটাও জানার চেষ্টা চলছে।
এর আগে শনিবার (২৫ মার্চ) ভোরের দিকে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং নিজের ফেসবুক ওয়ালে ছবিটি পোস্ট করেন। তিনি তাতে লেখেন, দেবেন যা পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন।
এ বিষয়ে জানতে চাইলে ওই ছাত্রলীগ নেতা বলেন, বোয়ালমারীর কাটাগড় মেলা থেকে ভাতিজার জন্য খেলনা পিস্তল কিনেছি। শখ করে খেলনা পিস্তলটি কোমরে গুঁজে ছবি তুলে ফেসবুকে পোস্ট করি। এরপর থেকে অনেকেই অনেক কমেন্ট করে। আসলে এটা করা ঠিক হয়নি। ভুল হয়েছে। পরে ছবিটি ডিলিট করে দিয়েছি।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী বলেন, বিষয়টি জানতে পেরেছি। তবে এটা খেলনা পিস্তল হোক আর যা-ই হোক না কেন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ঠিক হয়নি। তার এ কাণ্ডে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর দায়ভার সংগঠন বহন করবে না। উপজেলা ছাত্রলীগ দ্রুত জরুরি সভা ডেকে এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবে।
এসজি