টেকনাফে ২ কেজি আইসসহ আটক ১

কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ মাহমুদ উল্লাহ (৪২) নামে একজনকে আটক করেছে বিজিবি। রবিবার (২৬ মার্চ) ভোর ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা সংলগ্ন নাফ নদীর বরইতলী পয়েন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এসব তথ্য জানিয়েছেন।
আটক মাহমুদ উল্লাহ টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়াস্থ বরইতলী এলাকার নুরুল আলমের ছেলে।
লে. কর্নেল মহিউদ্দীন বলেন, ভোর রাতে টেকনাফে নাফ নদীর হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা সংলগ্ন বরইতলী পয়েন্ট দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। একপর্যায়ে মিয়ানমার দিক থেকে কাঠের নৌকা চালিয়ে এক ব্যক্তিকে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে আসতে দেখা যায়। নৌকাটি নদীর কিনারার কাছাকাছি পৌঁছালে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে নৌকায় থাকা লোকটি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।
এসময় আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে, নৌকাটিতে মাছ ধরার জালের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২ কেজি ৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। এ ছাড়া নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৩৯ প্যাকেট বার্মিজ কফি, ২০ কেজি ওজনের নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮০ কেজি সুতার জাল পাওয়া যায়।
অভিযানে মাদক ছাড়া উদ্ধার হওয়া অন্য মালামালগুলো টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
এসজি
