নেত্রকোনায় স্বাধীনতা দিবসে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ

আজ রবিবার, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে নেত্রকোনা জেলা শহরের সাতপাই কালিবাড়ী মোড়ের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, পৌরসভা ও মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, জেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল আমিন, বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখার সভাপতি শামীম আহমেদ তালুকদার, সম্পাদক মহিউদ্দিন চৌধুরী,অরবিন্দ ধর, বিজয় দাসসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। তবে জেলা প্রেসক্লাবের কর্মবিরতি থাকায় এই ক্লাবের সাংবাদিকরা অনুপস্থিত ছিলেন।
নেত্রকোনা জেলা প্রশাসন,, জেলা পরিষদের পৌরসভা, উপজেলা পরিষদের উদ্যোগে দিনব্যাপী পূথক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এসআইএইচ
