ময়মনসিংহে মহান স্বাধীনতা দিবস উদযাপন
ময়মনসিংহে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে প্রথমে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। পরে একে একে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ডিআইজি দেবদাস ভট্রাচার্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধারা, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও শিশুদের জন্য রয়েছে বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগীতা,কবিতা, ছড়া ও কুইচ প্রতিযোগিতার আয়োজন।
এসআইএইচ