ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

ঠাকুরগাঁও পৌরসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও ০১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। শনিবার (২৫ মার্চ) ঠাকুরগাঁও পৌরসভা চত্বরে এ ম্যুরালের উদ্বোধন করেন তিনি।
তিনি বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর গৃহীত সব পদক্ষেপ বাস্তবায়নে সম্মিলিতভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে বলে তিনি জানান।
পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুজোদ্দা বদর, কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না প্রমুখ।
এএজেড
