বরগুনায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

বরগুনার বেতাগীতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. টুটুল খানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ওসি আনোয়ারা হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শুক্রবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ব্যাকা পোল এলাকায় যাওয়ার পথে দুর্বৃত্তরা টুটুল খানের হাত-পা কুপিয়ে মারাত্মক জখম করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার লিখন বলেন, রোগীর শরীরের বিভিন্ন স্থানে কোপ ও ফুলা জখম আছে। ডান পায়ে মারাত্মকভাবে কোপ লেগেছে এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলের ৯০ ভাগ কেটে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল স্থানান্তর করা হয়েছে।
ওসি আনোয়ারা হোসেন আরও বলেন, এখনো এ ব্যাপারে লিখত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ
