নড়াইলে আবাসিক এলাকায় ইটভাটা বন্ধের দাবি

নড়াইলে আবাসিক এলাকায় অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) সদর উপজেলার আউড়িয়ায় এপিবিএসএল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আউড়িয়া বাজার বনিক সমিতির সভাপতি মাসুদ সিকদারের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কামরুল হাসান, ইউপি সদস্য মো. ওসমন গণি, আতিকুর রহমান প্রিন্স প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদ সিকদার বলেন, তাদের ঘনবসতিপূর্ণ গ্রামে অবৈধ ইটভাটা 'মেসার্স রুপা ব্রিকস' কোনো ধরনের কাগজপত্র ছাড়াই চলছে। ভাটার ৫০ মিটারের মধ্যে ঈদগাহ, কবরস্থান, মাদ্রাসা, মসজিদ ও ২৫০ মিটারের মধ্যে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫০০ মিটারের মধ্যে আউড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। যার কারণে এই অঞ্চলের পরিবেশ মারাত্মক হুমকিতে রয়েছে। ভাটার অবৈধ যানবাহন নছিমন, ট্রক্টর, লাটাইরের কারণে শিশুরা আতঙ্ক নিয়ে স্কুলে যাতায়াত করে। বৃষ্টির সময় পাকা রাস্তায় কাঁদা হয়ে মরণফাঁদে পরিণত হয়। শুষ্ক মৌসুমে প্রচণ্ড ধুলায় মানুষ দুর্বিসহ যন্ত্রণা ভোগ করতে হয়। এই ভাটার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো ফলাফল না পেয়ে রিট পিটিশন দাখিল করেন। যার নাম্বার ১১৮১/২০২৩। পরে হাইকোর্ট নড়াইল জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও সদর উপজেলা নির্বাহী কমর্কর্তাকে 'মেসার্স রুপার ব্রিকস' এর কার্যক্রম বন্ধ করার আদেশ দেন। কিন্তু এখন পর্যন্ত আদেশটি কার্যকর হয়নি। আদেশটি দ্রুত বাস্তবায়ন না হলে পুনরায় হাইকোর্টে আবেদন করার কথাও জানান তিনি।
এদিকে মেসার্স রুপা ব্রিকসের মালিক মো. মুক্ত শেখ বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তারা আপিল করেছেন। আপিল শুনানি না হওয়া পর্যন্ত তাদের ভাটার কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন৷
এসআইএইচ
