ভুসির বস্তা থেকে ১০ স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে এবার গমের ভুসির বস্তায় মিলল ১০ টি স্বর্ণের বার। বৃহস্পতিবার বিকেল তিনটায় অভিযান চালিয়ে ৩ কেজি ১৬৩ গ্রাম ওজনের ছোট বড় ১০টি স্বর্ণের বার জব্দ করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। বিজিবি জানায়, চোরাকারবারীরা চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ঝাঝাডাঙ্গা গ্রামের মধ্যে দিয়ে স্বর্ণ পাচার করবে এমন খবর পায়।
এরপর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৮/৬-আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে পাকা রাস্তার পাশে এ্যাম্বুশের জন্য অবস্থান করে।
আনুমানিক বিকেল ৩টার দিকে ওই এলাকা দিয়ে ১টি ব্যাটারি চালিত ভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখলে বিজিবি সশস্ত্র টহলদল ভ্যানটির গতিরোধ করে। তখন ভ্যানে অবস্থানরত এক আরোহী টহলদলকে দেখতে পেয়ে দ্রুত ভ্যান হতে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল ভ্যানের উপর ১টি গমের ভূসির বস্তা জব্দ করে। ভ্যানে অবস্থানরত অন্যান্য আরোহীদেরকে বস্তার ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বস্তাটি পালিয়ে যাওয়া ব্যক্তির বলে টহলদলকে জানায়। পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয়ের ব্যাপারে টহল দল তাদেরকে জিজ্ঞাসা করলে তারা পলাতক ব্যক্তিকে চিনে না বলে জানায়।
জব্দকৃত গমের ভূষির বস্তাটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় আনুমানিক ৩ কেজি ১৬৩ গ্রাম ওজনের ছোট-বড় ১০টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। এ ব্যাপারে বিজিবির নায়েক দিদার বাদশা বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন। আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি এ ঘটনা নিশ্চিত করেছেন।
এএজেড
