রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু

রংপুরে একটি নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিন ট্রাকে তুলতে গিয়ে খুঁটি পড়ে মোবাশ্বের আলী (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু ও ২জন আহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩মার্চ) ১১ টার দিকে মহানগরীর গণেশপুর দোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোবাশ্বের আলীর বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার পাইটক্যা পাড়ায়। আহতরা হলেন, জলঢাকা উপজেলার পাইটক্যা পাড়া এলাকার শ্রী জুয়েল চন্দ্র রায়ের ছেলে কার্তিক রায় (২৫), একই এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে অজয় রায় (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণীধীন ভবনের পাইলিংয়ের কাজ শেষে পাইলিং মেশিন তোলার সময় খুঁটি সরে গিয়ে একজনের মৃত্যু হয়। এবং আহত দুই জনকে হাসপাতালে পাঠনো হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এসআই রাসেল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাইলিং মেশিন তুলতে গিয়ে অসাবধানতা বশত পাইপ পড়ে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এএজেড
