মোবাইল ফিরিয়ে দিতে দেরি হওয়ায় প্রাণ দিল কিশোর!

মোবাইল ফেরত না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে রাকিব মিয়া (১২) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এ ঘটনা ঘটে।
রাকিব নেত্রকোনার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামের মালু মিয়ার ছেলে। সে তার বাবা-মায়ের সঙ্গে আবদার গ্রামের মাসুমের বাড়িতে ভাড়া থাকতো। রাকিব মাসুম মিয়ার হার্ডওয়ারের দোকানে কাজ করতো।
মালু মিয়া বলেন, ‘এক সপ্তাহ আগে রাকিবের মোবাইল নিয়ে গ্রামের বাড়িতে যাই। বৃহস্পতিবার সকালে বাসায় ফিরে আসলে রাকিব আমার কাছে মোবাইল ফেরত চায়। মোবাইলটি রাকিবের মায়ের কাছে থাকায় আমি বলি, দোকান থেকে ফিরে মোবাইল নিয়ে দেব। দোকান থেকে ফিরে দেখি রাকিব ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অঞ্জনা সাথী বলেন, ‘মৃত অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বলেন, ‘লাশের সুরতহাল করে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এসজি
