নবীনবরণের নামে কলেজে কুরুচিপূর্ণ নৃত্যের অভিযোগ

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার চন্দ্ররিয়া ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে কুরুচিপূর্ণ নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কলেজ মাঠে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এ অশ্লিল নৃত্য পরিবেশন করা হয়। নৃত্যে একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ওই উপজেলার জাবরহাট ইউনিয়নের চন্দ্ররিয়া ডিগ্রি কলেজ মাঠে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের এক পর্যায়ে কুরুচিপূর্ণ নৃত্য পরিবেশন করা হয়। ওই নৃত্যের কিছু অংশ ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম জানান, অনুষ্ঠানটি কলেজ কর্তৃপক্ষ আয়োজন করেননি। আয়োজন করেছিলো ছাত্রলীগ। অধ্যক্ষকে তোয়াক্কা না করেই অনুষ্ঠানটি ছাত্রলীগ করেছে বলে জানান তিনি।
এ ব্যাপারে ছাত্রলীগের চন্দ্ররিয়া ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাকিব বলেন, এমন কিছু হবে আমরা বুঝতে পারিনি বলে ভুল স্বীকার করেন এ নেতা।
এএজেড
