শাহ আমানত বিমানবন্দরে ২৩টি স্বর্ণের বার জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২৩টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে জব্দ করা সোনাসহ ওই যাত্রীকে আটক করা হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ জিয়া উদ্দিন।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর শাহ আমানত বিমানবন্দরের একটি টিম দুবাই থেকে ‘বিজি ১৪৮’ বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা যাত্রী জিয়া উদ্দিনের শরীর তল্লাশি করে ২৩ পিস স্বর্ণের বার জব্দ করে। ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান বলেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে ওই যাত্রীর কাছ থেকে দুই কেজি ৭০০ গ্রাম ওজনের ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলো যাচাই করা হচ্ছে।
এসআইএইচ
