'প্রকৃত মানুষ হলেই শিক্ষা জীবন হবে সার্থক'

শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার হলেই হবেনা শিক্ষার্থীদের আগে মানুষের মত মানুষ হতে হবে। আর প্রকৃত মানুষ হতে পারলে তবেই শিক্ষা জীবন সার্থক হবে। জেলার ডোমারে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
বুধবার দিনব্যাপি বিদ্যালয়ের হলরুমে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান সুমনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কাণিজ, ম্যানেজিং কমিটির সদস্য মামুনুর রশিদ বসুনিয়া সজীব, ম্যানেজিং কমিটির সদস্য রাশেদুজ্জামান রাশেদ, ম্যানেজিং কমিটির সদস্য উজ্জল কানজিলাল, সহকারী শিক্ষক মেহেরুন আখতার পলিন ও সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরনের পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এএজেড
