থানচিতে আগুনে ৫২টি দোকান পুড়ে ছাই

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়ায় আগুনে পুড়ে গেছে ৫২টি দোকান। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (২২ মার্চ) ভোরে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভোরে একটি খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের মুদির দোকান, কাপড়ের দোকান, খাবারের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সহায়তা করেন বিজিবি ও সেনবাহিনীর সদস্যরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. ইসমাইল বলেন, হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আগুন। অন্যর দোকানে আগুন নেভাতে গিয়ে আমার তিনটি দোকানও আগুনে পুড়ে যায়। দোকানের একটা জিনিসও বের করতে পারিনি। আগুনে সব শেষ।
বলিবাজারের আড়তদার জাহাঙ্গীর বলেন, গতকাল মাহফিল ছিল। মাহফিল শেষ করে বাসায় ঘুমিয়ে পড়ি। হঠাৎ শুনি আগুন। বাজারের পূর্ব পাশে আমার দোকানেও আগুন লেগে যায়। একটা জিনিসও বের করতে পারিনি। আমার কাঁচামালের আড়ত ছিল। এখানে ৫০-৬০টি দোকান একেবারে পুড়ে গেছে। কোটি টাকার ক্ষতি হয়ে গেছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, আগুনে পুড়ে যাওয়া ৫৯টি দোকানের তালিকা করা হয়েছে। তবে তালিকায় আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। তবে কী পরিমাণে ক্ষতি হয়েছে তা নির্ধারণ করতে পারিনি। নির্ধারণ করতে সময় লাগবে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পেয়ার মুহাম্মদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যাচ্ছে না। বাজার কমিটির সঙ্গে সমন্বয় করে ক্ষয়-ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। আমরা শুনেছি ৫২টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে ছোট-বড় দোকান আছে। আগুনের সূত্রপাত গ্যাস সিলিন্ডার অথবা খাবারের দোকান থেকে হতে পারে। বিস্তারিত পরে জানানো হবে।
এসএন
