'ডিবি পরিচয়ে মহাসড়কে ডাকাতি করাই তাদের পেশা'
টাঙ্গাইলের নাগরপুরে অভিযান চালিয়ে ডিবি পরিচয়ধারী ৪ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে টাঙ্গাইল র্যাব-১৪ এর সিপিসি-৩, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের সংবাদ সম্মেলন করে এ বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হচ্ছেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের মৃত রহমুদ্দিনের ছেলে শেখ মো. সোনা মিয়া (৩৩), একই এলাকার মো. ভাষা মিয়ার ছেলে মো. ঠান্ডু মিয়া (২৫), টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হরিপুর গ্রামের মো. খাদেমুল ইসলামের ছেলে মো. মোশারফ হোসেন (৩৫) ও বাসাইল উপজেলার কাশিল গ্রামের মো. রবিন মিয়ার ছেলে মো. আকাশ মিয়া (৩৪)। এর আগে সোমবার (২০ মার্চ) রাতে জেলার নাগরপুর উপজেলার কাঠুরী পাশ্ববর্তী মানিকগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, সোমবার রাতে জেলার নাগরপুর উপজেলার কাঠুরী ও পাশ্ববর্তী মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী ডাকাত দলের ৪ সদস্যকে আটক করা হয়। তাদের আটক করার পর জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধভাবে মহাসড়কে ও বিভিন্ন আন্তঃমহাসড়কে ডাকাতি করে থাকে।
তিনি আরও বলেন, তাদের মধ্যে মোশারফ নামের একজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি করতে সহায়তা করে। পরে তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, একটি পিস্তল সদৃশবস্তু, একটি সুইস চাকু, পুলিশের একটি ভুয়া ভিজিটিং কার্ড, পাঁচটি মোবাইল, একটি হায়েস, একটি টর্চ লাইটসহ নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এএজেড