মোবাইলে লুডু জুয়া খেলার সময় গ্রেপ্তার ৭

নোয়াখালীর সদর উপজেলায় মোবাইলে লুডু জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশ নগদ ৫ হাজার পঞ্চাশ টাকা উদ্ধার করে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার মুকিমপুর গ্রামের আবু সায়েদের ছেলে মো. রাসেল ওরফে ইলিয়াছ (২৩), একই উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো.রুবেল (৩০) শুল্যকিয়া গ্রামের ছায়দুল হকের ছেলে মো. মমিন উল্ল্যাহ (২৫) কৃষ্ণরামপুর গ্রামের মৃত দিন মোহাম্মদের ছেলে আব্দুল হালিম (৩৫), মৃত শাহ আলমের ছেলে মো. রোমান (৩৪) সুবর্ণচর উপজেলার চর হাসান গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মো.সুমন (৩৫),ফেনীর সদর উপজেলার গাঘরা গ্রামের নুরুল্যাহ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম(৩৫)।
এর আগে, গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের জহুরুল হক মিয়া গ্যারেজের শাহাদাতের ওয়ার্কশপ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।
তিনি বলেন, গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে ডিবি পুলিশ নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের জহুরুল হক মিয়া গ্যারেজের শাহাদাতের ওয়ার্কশপের পিছনে অভিযান চালায়। সেখানে ৭ জুয়াডিকে তাদের নিজ মোবাইল ফোনের লুডু অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করে।
এসপি আরও জানায়, এ ঘটনায় ৭ জুয়াডির বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এএজেড
