কক্সবাজারে ডিবি পুলিশের হাতে ভুয়া ডিবি আটক

কক্সবাজার শহরের একটি খাবার হোটেলে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আসল ডিবি পুলিশের হাতে ধরা পড়লেন রহমত আলী (৩২)নামের এক যুবক। সোমবার (২০মার্চ) রাত ১০টার দিকে কক্সবাজারের ঈদগা মাঠ সংলগ্ন দিল্লি কিচেন রেস্তোরাঁর সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক রহমত আলী পেকুয়া উপজেলার খাদিমেরকাটার ৩ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয়ে খাবার হোটেলে যায়। সেখানে তিনি ডিবি পুলিশের পরিচয় দেয় এবং চাঁদা দাবি করে। পরে খবর পেয়ে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এসআইএইচ
